Durga Puja: তিলোত্তমায় উৎসবের আমেজ, ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে পদযাত্রা । Bangla News
আশঙ্কা ছিল প্রবল বৃষ্টির। দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা শুরু আগে তুমুল বৃষ্টিতে ভাসে শহর। মিছিল শুরু হতেই ম্যাজিক। ভাদ্রের আকাশ হেসে উঠল শরত্ আলোয়। ঠিক দুপুর দুটোয় মিছিল শুরু আগে প্রথা মেনে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই জোড়াসাঁকোয় মিছিল শুরুর জায়গায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। হবে বর্ণাঢ্য পদযাত্রা। দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজো কমিটির উদ্যোক্তারাও। উত্তর, দক্ষিণ, পূর্ব ও হাওড়া, মূলত এই ৪টি জোন থেকে তাঁরা আসবেন। রেড রোডে থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি।