Morning Headlines 13 September: বিজেপির নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, মিছিল আটকাতে ত্রিস্তরীয় ব্যারিকেড
বিজেপির নবান্ন অভিযান ঘিরে চূড়ান্ত প্রস্তুতি। সকাল থেকেই হাওড়ায় সুকান্ত, শিয়ালদায় দিলীপ। সাঁতরাগাছিতে শুভেন্দুর মিছিলের আগেই গার্ড রেল দিয়ে ঘেরা হল কোনা এক্সপ্রেসওয়ের একাংশ।
যেখানে পুলিশ আটকাবে, সেখানেই বসে ধর্না, হুঙ্কার দিলীপের।
কলেজ স্কোয়ারে মিছিলের নেতৃত্বে দিলীপ। হাওড়া ময়দান থেকে মিছিল সুকান্তর। সাঁতরাগাছি থেকে মিছিল শুভেন্দুর। মিছিল আটকাতে বিভিন্ন জায়গায় ত্রিস্তরীয় ব্যারিকেড।
দুর্নীতি অস্ত্রে শান, আজ বিজেপির নবান্ন অভিযান। ৩দিক থেকে সুকান্ত-দিলীপ-শুভেন্দুর মিছিল। বিশৃঙ্খলা করলে প্রশাসনের পদক্ষেপ, তোপ তৃণমূলের।
নেতাজি ইন্ডোরের সভা সেরেই খড়গপুরে মুখ্যমন্ত্রী। আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নিয়ে বৈঠক। থাকবেন ২ মেদিনীপুরের বিধায়করা।
পুজো অনুদান মামলায় আজ রায়-দান। সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ৫টি জনস্বার্থ মামলা। রায় ঘোষণা করবে প্রধান বিচারপতির বেঞ্চ।
মাঝরাতের পরে ফের দুপুর। কয়লাপাচারকাণ্ডে ১২ ঘণ্টার মধ্যে ২বার ইডি দফতরে অভিষেকের শ্যালিকা। ৭ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ।