Adani Group: শেয়ার বিতর্কে তোলপাড় দেশ | ABP Ananda LIVE
Continues below advertisement
আদানি (Adani) গোষ্ঠীর শেয়ার বিতর্কে তোলপাড় দেশ, গুরুত্ব দিতে নারাজ কেন্দ্র! 'এফপিও (FPO) ফেরত নেওয়ার জন্য প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে?' আদানি গোষ্ঠীর এফপিও বিতর্কের মধ্যেই পাল্টা প্রশ্ন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর । চায়ের কাপে তুফান তোলার মতো বিষয় বলে দাবি কেন্দ্রীয় অর্থসচিবেরও! 'আদানির বিষয়টি চায়ের কাপে ঝড় তোলার মতো বলে উড়িয়ে দেওয়া হচ্ছে' এটা কিন্তু অন্য কারও নয়, খোদ প্রধানমন্ত্রীর চায়ের কাপ, কটাক্ষ জয়রাম রমেশের। কংগ্রেস আমলের প্রসঙ্গ টেনে বিরোধীদের আক্রমণে তথ্য-সম্প্রচারমন্ত্রীও। এটাই মোদি সরকার, সব নিজেরাই খাব, তারই ফল আদানি, পাল্টা খোঁচা কংগ্রেসের (Congress)।
Continues below advertisement