State Budget রাজ্যের বাজেট আজ পেশ করেছেন অর্থমন্ত্রী, বাজেটে কী কী পেলো রাজ্য ? | ABP Ananda Live

Continues below advertisement

State Budget: রাজ্য বাজেটে (State Budget) ৩ শতাংশ বাড়ল সরকারি কর্মীদের (government employee) ডিএ (DA)। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের (Retried government employee ) মহার্ঘ ভাতাও বাড়ল ৩ শতাংশ । মার্চ থেকেই বর্ধিত ডিএ কার্যকর, ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর (Chandrima Bhatterjee)।এবার যুব সমাজের জন্য ক্রেডিট কার্ডের (Credit Card) ঘোষণা রাজ্যে। বাজেট (West Bengal Budget) পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, '১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণপ্রকল্প। এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ।'  চলতি বছর রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) । তার আগে যুব সমাজের জন্য ঘোষণা রাজ্যের। এদিন বাজেট পেশ পর্বে অর্থমন্ত্রী বলেন, "১৮-৪৫ বছরের মধ্যে ২ লক্ষ যবুক-যুবতী তাঁদের স্বনিযুক্তিমূলক কাজে জন্য আর্থিক সাহায্য পাবে। সর্বাধিক ৫ লক্ষ টাকা ব্যাঙ্ক মারফত ঋণ নিতে পারবে।' এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার (Laxmir Bhandar) নিয়ে বিশাল বড় ঘোষণা রাজ্য বাজেটে (State Budget)। বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ৬০ বছর বয়স হলেই সরাসরি ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram