Egra: এগরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভানু বাগের বিরুদ্ধে এফআইআর দায়ের | ABP Ananda LIVE
Continues below advertisement
এগরায় ভয়াবহ বিস্ফোরণের (Egra Blast) ঘটনায় FIR দায়ের করল পুলিশ। বাজি কারখানার মালিক ভানু বাগের (Bhanu Bag) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গতকালই পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পুলিশ সুপারকে জানিয়েছিলেন, এই ভানু বাগকে আগেও গ্রেফতার করা হয়েছিল। পরে জামিন পান তিনি। স্থানীয়দের দাবি, বাজি কারখানার মালিক কৃষ্ণপদ ওরফে ভানু বাগ, তৃণমূলের (TMC) প্রাক্তন পঞ্চায়েত সদস্য। গতকালই ঘটনার তদন্তভার নিয়েছে CID। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম।
Continues below advertisement