Firdous Shamim : 'অযোগ্যদের সুযোগ বাড়ল', শিক্ষাগত যোগ্য়তার বরাদ্দ নম্বর প্রসঙ্গে বললেন ফিরদৌস শামিম

ABP Ananda LIVE:" এতদিন শিক্ষাগত যোগ্য়তার জন্য় বরাদ্দ ছিল পঁয়ত্রিশ নম্বর। কিন্তু SSC যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে সেই শিক্ষাগত যোগ্য়তার জন্য় বরাদ্দ নম্বর কমিয়ে করা হয়েছে দশ! অনেকেই বলছেন, মেধাবীদের পিছিয়ে দিতেই এমনটা করা হয়নি তো? পাশাপাশি, শিক্ষকতার অভিজ্ঞতা ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর করে বরাদ্দ করা হয়েছে। যা আগে ছিল না। এবছর নতুন

 

গুরু 'পাপে' লঘু দণ্ড!

আগে অখিল গিরি, আর এবার অনুব্রত মণ্ডল। মহিলাদের নিয়ে কুরুচিকর, কদর্য কথার স্রোত বয়েই চলেছে। কিন্তু এদের কারও বিরুদ্ধেই কোনও কড়া পদক্ষেপ নেয়নি তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আপাতত ক্ষমা চাইতে বলেই থেমে থাকল দল। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, শুধুমাত্র মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েই অখিল গিরির ক্ষেত্রে যেমন সাতখুন মাফ হয়ে গেছিল, অনুব্রতর ক্ষেত্রেও কি ক্ষমাতেই কাজ হয়ে যাবে? 

 

রাজ্যের দাবি মানল ডিভিসি

বঙ্গে সবে প্রবেশ করেছে বর্ষা। এখনও দক্ষিণবঙ্গে তেমনভাবে শুরু হয়নি ভারী বৃষ্টি। তার আগেই জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে দুবার বৈঠক সেরে ফেলেছে রাজ্য সরকার। বৃষ্টির মরশুমে বন্যা পরিস্থিতি এড়াতে, ডিভিসিকে একবারে ৫০ হাজার কিউসেকের বেশি জল না ছাড়ার অনুরোধ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই অনুরোধেই এবার মান্যতা দিল ডিভিসি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola