Kolkata Airport Fire : কলকাতা বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের জায়গায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

Kolkata Airport Fire: কলকাতা বিমানবন্দরে (Dumdum Airport) আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক।  রাত ৯টা বেজে ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের সিকিওরিটি চেক  ইনের (Security Check In) জায়গায় আগুন (Fire)। তাতে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক (Kolkata Airport Fire)। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে দমকল (Firebrigade) পৌঁছে যায় প্রায় সঙ্গে সঙ্গেই। আগুন নেভানোর কাজ চলছে। শর্ট সার্কিট (Short Circuit) থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।  । ABP Ananda Live

 

কলকাতা বিমানবন্দরে আগুন আতঙ্ক

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola