Duttapuur Fire : ফিনাইল কারখানায় ভয়াবহ আগুন, দত্তপুকুরের পালপাড়া এলাকায় আতঙ্ক
দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় ফিনাইল কারখানায় ভয়াবহ আগুন। ঘিঞ্জি এলাকায় আগুনের জেরে চরম আতঙ্ক। রাতে লাগা আগুনের দাপট সকালেও। আগেও এই কারখানায় বারদুয়েক আগুন লেগেছে বলে অভিযোগ স্থানীয়দের।