Indian Railway: হাওড়ার বালটিকুড়িতে মালগাড়ির ইঞ্জিনে আগুন-আতঙ্ক। ABP Ananda Live

Train Accident: কয়েকদিন আগেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস(Kanchenjunga Express Train Accident) । কীভাবে হল এই দুর্ঘটনা? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির চালক দুজনকেই কি একই লাইনে এগোনোর জন্য় ছাড়পত্র দেওয়া হয়েছিল? দেওয়া হয়ে থাকলে কেন হয়েছিল? দুর্ঘটনার দায় কি ট্রেন চালক না মালগাড়ির চালকের? রাজধানী এক্সপ্রেস প্রাক্তন চালক ভিবি সিংহ বলেছেন,বেশিরভাগ সময় ওটা লোকোপাইলটের উপর ফেলে দেওয়া হবে, সব যত নিজের ত্রুটিগুলো আছে চেপে দেওয়া হবে। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসিদেওয়ার কাছে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। ধাক্কার অভিঘাতে মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পার্সেল ভ্যান। কাঞ্চনজঙ্ঘার ক্ষত মিলতে না মিলতেই ফের রেলে আগুন। ফের রেলে বিপত্তি। হাওড়ার বালটিকুড়িতে মালগাড়ির ইঞ্জিনে আগুন-আতঙ্ক। সাঁতরাগাছির দিকে যাওয়ার সময় দুটি ইঞ্জিনের একটিতে আগুন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। হাওড়া-আমতা সেকশনে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত। ABP Ananda Live  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola