Fire Brigade Recruitment: ফায়ার ব্রিগেডের চাকরিতে জয়েনিং ঘিরে মির্জা গালিব স্ট্রিটে বিশৃঙ্খলা
Fire Brigade Recruitment: ফায়ার ব্রিগেডের (Fire Brigade) চাকরিতে জয়েনিং ঘিরে মির্জা গালিব স্ট্রিটে বিশৃঙ্খলা (Mirza Galib Street)। দমকলের হেড অফিসের সামনে জয়েনিং লেটার হাতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয় চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, ২০১৮ সালে ফায়ার অপারেটর পোস্টের জন্য় পরীক্ষায় পাশ করেন তাঁরা। কিন্তু নিয়োগে জটিলতা তৈরি হওয়ায়, বিষয়টি আদালতের বিচারাধীন ছিল। এরইমধ্য়ে হাইকোর্টের তরফে প্য়ানেল যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। নতুন করে প্য়ানেল প্রকাশ করে সরকার। চাকরিপ্রার্থীদের দাবি, ৫০০ জনের ওপর জয়েনিং লেটার পেয়েছে। মেডিক্য়াল টেস্টও হয়ে গেছে। তবে এখনও কাজে যোগ দিতে পারেননি তাঁরা।