Dakshinapan Fire: দক্ষিণাপনের একতলায় দোকানে আগুন, এলাকায় আতঙ্ক
দক্ষিণ কলকাতার শপিং কমপ্লেক্সে আগুন-আতঙ্ক। বেলা সাড়ে ১২টা নাগাদ ঢাকুরিয়ায় দক্ষিণাপনের একতলায় খাদি গ্রামোদ্যোগের দোকানে আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট হওয়ায় আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান।