Malda: রাজ্যে ৭ দিনে বাজির বলি ১৫, ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ১ জনের
Malda: রাজ্যে ৭ দিনে বাজির বলি ১৫। এগরা, বজবজের পর এবার ইংরেজবাজার। ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু ১ জনের। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে দাবি স্থানীয়দের । দোকানে প্রচুর বাজি মজুত ছিল ।আশপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে