Fire in car: রাজ্যের দুই প্রান্তে, অফিস টাইমে আগুন গাড়িতে
রাজ্যের দুই প্রান্তে, অফিস টাইমে আগুন (Fire Update) লাগল গাড়িতে (Car)। ইডেন গার্ডেন্সের সামনে ধোঁয়ায় ঢাকল বাস (Bus)। অন্যদিকে শিলিগুড়িতে সিটি সেন্টারের সামনে দাউদাউ করে পুড়ল গাড়ি। কেউ হতাহত না হলেও বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় দু'জায়গাতেই।