Maheshtala News: মহেশতলায় জিন্সে রং করার কারখানায় বিস্ফোরণ, জখম ৪ কর্মী
ABP Ananda LIVE : মহেশতলায় জিন্সে রং করার কারখানায় বিস্ফোরণ। আকড়া রয়্যাল মার্কেটে কারখানায় ফাটল বয়লার। কারখানায় বয়লার ফেটে জখম ৪ কর্মী। জখম ২ কর্মীকে আনা হল SSKM হাসপাতালে
কলকাতায় CEO দফতর যেন 'যুদ্ধক্ষেত্র'! তুলকালাম পরিস্থিতি, তৃণমূলপন্থী সংগঠন-পুলিশ ধুন্ধুমার, শুভেন্দুকে 'গো ব্যাক'
SIR নিয়ে তীব্র সংঘাত! তারই মাঝে আজ CEO দফতরে ডেপুটেশন দিতে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মূলত ভোটার তালিকা থেকে মৃতদের নাম দেওয়ার দাবি থেকে শুরু করে,
কোনও কোনও ক্ষেত্রে, BLO-দের ওপর শাসক প্রভাবের বিষয়েও ডেপুটেশন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এরই মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসারও দাবি জানাবেন তিনি। বেশ কিছু অনিয়ম হচ্ছে, তালিকা নিয়ে CEO দফতরে যান বিরোধী দলনেতা।
বিজেপি নেতা-কর্মীদের কর্মসূচির উল্টোদিকে পৌঁছে গেলেন তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। এরপর CEO দফতরের সামনে উত্তেজনা। শুভেন্দু অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী BLO সংগঠনের। তাঁরাও ডেপুটেশন দেবেন, দাবি তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির। বিরোধী দলনেতাকে গো ব্যাক স্লোগান তৃণমূলপন্থী সংগঠনের। বারবার পুলিশের ব্যারিকেডে ধাক্কা, ধস্তাধস্তি।