Train Update:শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেসে আগুন আতঙ্ক। ABP Ananda Live
Continues below advertisement
শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেসে আগুন আতঙ্ক। সকাল ৯টা ৫৫ মিনিটে পুরীগামী ট্রেনটি আনদুল স্টেশন পার হয়ে সরস্বতী নদীর
সেতুর ওপর ওঠার পর, জেনারেল কামরার ৩ নম্বর কোচ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। রেল কর্মী ও স্থানীয়রাই আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। আধঘণ্টা পর শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস ফের পুরীর উদ্দেশে রওনা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রেক আটকে যাওয়াতেই এই বিপত্তি। তদন্ত হবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
Continues below advertisement
Tags :
Bangla News South-Eastern Railway ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel Shalimar Puri Express