Train Fire Panic: ফের চলন্ত ট্রেনে আগুন-আতঙ্ক। ABP Ananda Live

West Bengal News: ফের চলন্ত ট্রেনে আগুন-আতঙ্ক (Train Fire Panic)। সকাল সাড়ে ৯টা নাগাদ মালদা টাউন ও চামাগ্রাম স্টেশনের মাঝে কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন! উত্তর দিনাজপুরের রাধিকাপুর স্টেশন থেকে ছেড়ে রায়গঞ্জ হয়ে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। মালদা টাউন (Malda Town) স্টেশন ছাড়ার পর, ট্রেনের চাকায় আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় প্রাণভয়ে অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে নিয়ে গিয়ে মেরামত করা হয়। ঘণ্টাখানেক পর ফের কলকাতার উদ্দেশে রওনা দেয় কুলিক এক্সপ্রেস। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola