Firecracker blast: মালদার ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুন
মালদার ইংরেজবাজারে বাজির (Firecracker) দোকানে ভয়াবহ আগুন (Fire)। ঝলসে মৃত্যু হল একজনের। সকাল ৬টা নাগাদ রথবাড়ি এলাকায় নেতাজি পুর বাজারে বাজির দোকানে আগুন লাগে। পরের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বলে স্থানীয়দের দাবি। দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল। আগুন ছড়াল আশপাশের ৪টি দোকানে।