Budge budge blast: ফের বজবজে বাজি কারখানায় অগ্নিকাণ্ড, আগুনে ঝলসে মৃত্যু

এগরার পর বজবজ, ৫ দিনের ব্যবধানে ফের বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক নাবালিকা-সহ ৩ জনের। স্থানীয় সূত্রে দাবি, বজবজের নন্দরামপুর দাসপাড়ায় দীর্ঘদিন ধরে অবৈধ বাজি কারবার চলে। 
বাড়িতে বেআইনিভাবে বাজি মজুত করার অভিযোগ স্থানীয়দের। রবিবার রাত পৌনে ৮টা নাগাদ,  একটি বাড়ির ছাদে অগ্নিকাণ্ড ঘটে। ভেঙে পড়ে অস্থায়ী ছাউনি। তাতেই চাপা পড়েছিলেন তিনজন। পরে তাঁদের মৃত্যু হয়। 
ঘটনার পরপরই এলাকায় পৌঁছন ডায়মন্ডহারবার পুলিশ জেলার ASP অর্ক বন্দ্যোপাধ্যায়। এরপর বজবজ (Budge budge) ও মহেশতলা থানার পুলিশের (Police) যৌথ অভিযানে, এলাকা থেকে প্রচুর বাজি বাজেয়াপ্ত করা হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola