Firhad Hakim: আগে ধমক, ২ সপ্তাহ পেরিয়ে দুঃখপ্রকাশ মেয়রের! কেন? ABP Ananda Live
Continues below advertisement
গার্ডেনরিচে (Garden Reach) বহুতল বিপর্যয়ের পর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ধমক, সপ্তাহ দুয়েক পর দুঃখপ্রকাশ করলেন মেয়র (Firhad Hakim)। গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিল্ডিং বিভাগের বৈঠকে ১৫ নম্বর বরোর এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমক দিয়েছিলেন মেয়র। সূত্রের খবর, ফিরহাদ হাকিম তাঁকে বলেন, হয় আপনি অপদার্থ, না হয় আপনি চোর। আপনার ভুলের জন্যেই এতগুলো প্রাণ গেল। পাশের আইনি বাড়িকে নোটিস, দেখতে পেলেন না বেআইনি নির্মাণ? এই ঘটনার পর, পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ইঞ্জিনিয়ারদের সংগঠন। অভিযোগ ওঠে, স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে বারবার আড়াল করতে পুর আধিকারিকদের দোষারোপ করেন মেয়র। এর সপ্তাহ দুয়েক পর আজ সেই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম।
Continues below advertisement