Firhad Hakim : সব ব্যবসায়ীকে চেনার ঠেকা নিয়েছি নাকি ! কী প্রসঙ্গে বললেন ফিরহাদ
Continues below advertisement
"এবার গার্ডেনরিচে যকের ধন ! ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধার ! ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধার, ওনার কপালে ভাঁজ কেন ?" ফিরহাদ হাকিমকে পাল্টা সুজন চক্রবর্তীর। "ওই ব্যবসায়ী নাকি পরিবহণমন্ত্রীর ঘনিষ্ঠ। পশ্চিমবঙ্গকে পচিয়ে দিল। যত বড় নেতা, তত বড় চোর!" গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে তৃণমূলকে নিশানা সুজনের। এনিয়ে ফিরহাদের বক্তব্য, "এটা পাগলের মতো কথা। ওখানে কত ব্যবসায়ী আছে, তাঁকে আমি কী করে চিনব ? পোর্ট এলাকায় প্রচুর ব্যবসায়ী আছে। সব ব্যবসায়ীকে চেনার ঠেকা নিয়েছি নাকি। পরিবহণ ব্যবসায়ী কয়েক হাজার আছে। পরিবহণন্ত্রীমন্ত্রী সব জানবে নাকি।"
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Firhadhakim Tranportbusinessman