Firhad Hakim: বাড়ল গুরুত্ব, তৃণমূলের নয়া কমিটির মধ্যে সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম। Bangla News

Continues below advertisement

সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে থাকলেন অভিষেকই। অভিষেককে রেখেই জাতীয় স্তরে তৃণমূলের একাধিক কমিটি। তৃণমূলের সহ সভাপতি যশবন্ত সিন্‍‍হা, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য। কমিটির মধ্যে সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম, কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। নীতি নির্ধারণ কমিটিতে যশবন্ত সিন্‍‍হা, অমিত মিত্র। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দুশেখর রায়কে। রাজ্যসভার অধিবেশনে মুখপাত্র সুখেন্দু, লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হল সুখেন্দু, কাকলি, মহুয়া মিত্র। বাড়ল ফিরহাদ হাকিমের গুরুত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় কর্মসমিতির মধ্যে সমন্বয় রক্ষা করবেন। নতুন দিক এটা তৃণমূলের কাঠামোয়। সমন্বয়ের নতুন পদ তৈরি করা হল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram