Firhad Hakim : সংখ্যালঘু বিতর্কে বাবার পাশে ফিরহাদ কন্যা, 'উর্দুতে বলা বক্তব্যের ভুল বাংলা অনুবাদ' !
ABP Ananda LIVE : সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে ফিরহাদ, মুখ খুললেন মেয়ে। উর্দুতে বলা বক্তব্যের ভুল ব্যাখ্যার দাবি মেয়ে প্রিয়দর্শিনীর। বিতর্কিত মন্তব্যে দলের হুঁশিয়ারি, ব্যাখ্যা ববি-কন্যার।
সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে ফিরহাদ (Firhad Hakim Controversy )। ইতিমধ্যেই তার সমালোচনায় মুখর বিরোধীরা তো বটেই, পাশাপাশি সতীর্থরাও ! আর এবার ফিরহাদের পাশে দাঁড়িয়ে, এবিপি আনন্দ-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন মেয়ে প্রিয়দর্শিনী । উর্দুতে বলা বক্তব্যের ভুল ব্যাখ্যার দাবি মেয়ের। বিতর্কিত মন্তব্যে দলের হুঁশিয়ারি, ব্যাখ্যা ববি-কন্যার।
এদিন ফিরহাদ কন্যা বলেন, উর্দু একটা ভাষা। সেটাকে অনুবাদ করাটা, একটু অসুবিধা হয়ে যায় আমাদের জন্য। এরপর ফিরহাদ কন্যা একাধিক উর্দু বাক্য বলে ব্যাক্ষা দেন এর প্রকৃত মানে কোনটা ? আর সাধারণ মানুষ বুঝে নেয় কোনটা। ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনীর আরও দাবি, আমি নিজে ওই স্টেজে ছিলাম। যেটায় সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়া যায়। একটা ধর্মের ব্যাপারে ব্যাক্ষা করা হয়েছে। এটা সুন্দরভাবে বলা হয়েছে, যারা পিছিয়ে পড়েছে মানুষ, ....আসলে কী বলুন তো, যদি আমরা বলি, আমি মেজোরিটি (সংখ্যাগুরু) হতে চাই, মেজোরিটি সবসময় একটা নম্বর নয়। আমি একটা এমন সেকশনে পৌঁছতে চাই, এমন একটা ক্লাসে পৌঁছতে চাই, যে সেই ক্লাসে গিয়ে আমার একটা বক্তব্য থাকবে জীবনে।