Firhad Hakim: 'আমার ইগো, তোমার ইগো নয়, এই পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই', বিরোধী বৈঠক নিয়ে মন্তব্য ফিরহাদের
বিহারের পর কর্ণাটক, দ্বিতীয় বৈঠকে বসছে বিরোধীরা। আজই অভিষেককে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের বৈঠকে থাকবেন ২৬ বিরোধী দলের নেতৃত্ব। 'আমার ইগো, তোমার ইগো নয়, এই পথ দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই', বিরোধী বৈঠক নিয়ে মন্তব্য ফিরহাদের