Firhad Hakim : এক আধজন কোনও অন্যায় করলে পুরো তৃণমূল কংগ্রেস দায়ী নয় : ফিরহাদ হাকিম

আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ। বেলা ১২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে সভা শুরু। 
' এক আধজন কোনও অন্যায় করলে পুরো তৃণমূল কংগ্রেস দায়ী নয়। আমরা অনৈতিক কাজ করি না। আমরা মানুষের জন্য কাজ করি। মৃত্যুও বরণ করব যদি দরকার হয় মানুষের স্বার্থে লড়াই করতে করতে। নরেন্দ্র মোদি সরকার চলে গেলে ওই এজেন্সিই ক্লিনচিট দিয়ে বলবে, আমরা ভুল করেছিলাম, আপনারা অন্যায় করেননি।  ' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola