Firhad Hakim: বস্তি বা উত্তরণকে ঠিকা জমির আওতায় আনা হবে, ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের

ABP Ananda LIVE,: প্রোমোটারদের দখলদারি রুখতে বস্তি বা উত্তরণকে ঠিকা জমির আওতায় আনা হবে বলে ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি তাঁদের 'বাংলার বাড়ি' প্রকল্পের আওতাতেও আনা হবে বলে ঘোষণা করছেন তিনি। এতে ঝুপড়ি অঞ্চলে প্রোমোটারদের থাবা বসানো বন্ধ হবে বলে মনে করছেন ফিরহাদ হাকিম। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। 

আরও খবর

ভারতীয় অর্থনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য়কে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি। আর এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, সত্যিটা এদেশ বা বিদেশ, যেখানেই বলা হোক না কেন, তাতে আপত্তি নেই। অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বিদেশ যাত্রার অনুমতি না দেওয়ার দাবি তুলে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

কলকাতায় ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। পুলিশের জালে কুখ্যাত এক দুষ্কৃতী। মধ্যরাতে বউবাজার থানা এলাকার নির্মলচন্দ্র স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে কড়েয়া ও পার্ক সার্কাস এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহনওয়াজ ওরফে সমীরকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার, এক রাউন্ড কার্তুজ ও একটি ছুরি। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে বউবাজার থানার পুলিশ। এই ঘটনার আগের দিন ভোরে শিয়ালদা স্টেশন থেকে চারটি সেভেন MM পিস্তল, দুটি ওয়ান শটার, ৬ রাউন্ড কার্তুজ ও ৮ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola