Firhad Hakim: বিধানসভায় ফিরহাদ হাকিম বনাম বিজেপি দ্বন্দ্বের অবসান | ABP Ananda LIVE

বিধানসভায় ফিরহাদ বনাম বিজেপি দ্বন্দ্বের অবসান। আজও ফিরহাদ হাকিম বক্তব্য রাখতে উঠলে বিধানসভা থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। এরপর বিষয়টি মিটিয়ে নিতে বিরোধী দলনেতাকে অনুরোধ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ, বিধানসভায় উঠে দাঁড়িয়ে দাবি করেন ফিরহাদ হাকিম। ক্ষমা চাইতে হবে না, দুঃখপ্রকাশ করুন, দাবি করেন শুভেন্দু অধিকারী। 'কোনও ধর্মকে আঘাত করার জন্য কিছু বলিনি, ভুল ব্যাখ্যা হচ্ছে', বিধানসভায় বলেন ফিরহাদ। ফিরহাদের ব্যাখ্যার পরেই দু'পক্ষে গোলমাল মিটে যায়। 

রেশন দুর্নীতিকাণ্ডে এবার দুবাই-যোগ? ED সূত্রে দাবি, বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে দুবাইয়ে সম্পত্তির একটি নথি মিলেছে। ওই সম্পত্তি কার জানতে চায় কেন্দ্রীয় এজেন্সি। আগামীকাল সল্টলেকের CGO কমপ্লেক্সে তলব করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ রাইস মিলের মালিক বারিক বিশ্বাসকে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola