Firhad Hakim : মহুয়া এমন সব প্রশ্ন করে, যেটা মোদি সরকারকে বিপাকে ফেলে : ফিরহাদ
Continues below advertisement
মহুয়া মৈত্রকে ( Mahua Moitra ) নিয়ে ভিন্ন সুর তৃণমূলে। কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ, নিয়ে যখন দূরত্ব বজায়ের চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব, তখন মহুয়ার পাশে দাঁড়ালেন ফিরহাদ হাকিম ( Firhad Hakim ) । বললেন, ওঁর কণ্ঠরোধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে মহুয়া মৈত্র ইস্যুতে সোশাল মি়ডিয়ায় তৃণমূলকে নিশানা করেছেন অমিত মালব্য, অনুপম হাজরা।
Continues below advertisement