SNU Convocation:বিশ্বমানের শিক্ষা থেকে চাকরির সুযোগ, প্রতিপদে পড়ুয়াদের পাশে SNU ABP Live Exclusive

Continues below advertisement

SNU Convocation: ৮ মে সোমবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছিল সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের (Sister Nivedita University) প্রথম সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। প্রথম সমাবর্তনে সম্মানিক ডিলিট (D.llit) প্রদান করা হল সম্মানীয় গুণী ব্যক্তিদের, তালিকায় রয়েছেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটস শ্রী রতন টাটা মহাশয় (Ratan Tata), বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা শ্রী চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh), সাহিত্যিক ও গবেষক শ্রী মণিশঙ্কর মুখোপাধ্যায় (Manishankar Mukherjee), ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সস্টিটিউটের ডিরেক্টর শ্রীমতী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় (Sanghamitra Banerjee), অনুবাদক ও সাংবাদিক, সমাজকর্মী শ্রী মার্টিন ক্যাম্পন (Martin Campon) ও প্রখ্যাত সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান (Amjad Ali Khan)।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী (Satyam Ray Chowdhury)। খুব কম সময়ের মধ্যে কীভাবে প্রথমসারির বিশ্ব বিদ্যালয় হয়ে উঠল এই শিক্ষা প্রতিষ্ঠান,সেই পথচলার গল্পই এবিপি লাইভের (ABP Live) সঙ্গে ভাগ করে নিলেন তিনি। পাশাপাশি জানালেন পড়াশোনা ও চাকরির ক্ষেত্রে কীভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানকার প্রতিটি শিক্ষক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram