SNU Convocation : সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সমাবর্তনে চাঁদের হাট, ডিলিট পেলেন সম্মানীয় ছয়
SNU Convocation : গত ৮ মে সোমবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হল সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের (Sister Nivedita University) প্রথম সমাবর্তন (Convocation) অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের তরফে ৬ জন সম্মানীয় ব্যক্তিকে সাম্মানিক ডিলিট (D.llit) প্রদান করা হয়। টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটস শ্রী রতন টাটা (Ratan Tata), বন্ধন ব্যাঙ্কের সিইও শ্রী চন্দ্রশেখর ঘোষ (Chandra Shekhar Ghosh), সাহিত্যিক ও গবেষক শ্রী মণিশঙ্কর মুখোপাধ্যায় (Manishankar Mukherjee), ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সস্টিটিউটের ডিরেক্টর শ্রীমতী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়( Sanghamitra Banerjee), অনুবাদক ও সাংবাদিক সমাজকর্মী শ্রী মার্টিন ক্যাম্পন (Martin Campon) ও স্বনামধন্য সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান (Amjad Ali Khan) ডি লিট গ্রহণ করেন। কীভাবে প্রথমসারির বিশ্ববিদ্যালয় হয়ে উঠল SNU ? বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী Satyam Ray Chowdhury), শেয়ার করলেন তাঁর রসায়ন।