TMCP: তৃণমূল না করায় সাউথ ক্যালকাটা ল’ কলেজের প্রথম বর্ষের পড়ুয়াকে র্যাগিং
TMCP না করায়, সাউথ ক্যালকাটা ল’ কলেজের প্রথম বর্ষের পড়ুয়াকে র্যাগিং, বিধায়কের সামনেই মারধরের অভিযোগ উঠল। কলেজ কর্তৃপক্ষের কাছে নালিশ জানানোয়, পড়ুয়ার মা-বাবাকেও হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। পড়ুয়ার দাবি, তাঁকে ও তাঁর মা-বাবাকে গতকাল গভর্নিং বডির সভায় ডাকা হয়। অভিযোগ, কলেজ পরিচালন সমিতির সভাপতি বজবজের তৃণমূল বিধায়ক অশোক দেবের সামনেই তাঁকে মারধর করেন কলেজের TMCP সদস্যরা। হেনস্থার পাশাপাশি, দরজা বন্ধ করে আটকে রাখা এবং মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
Tags :
Ragging Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News TMCP South Calcutta Law College