Arup Biswas: প্রতি বছরের মতো এবছরও রানিকুঠি মোড়ে জাতীয় পতাকা উত্তোলন অরূপ বিশ্বাসের | ABP Ananda LIVE
প্রতি বছরই রানিকুঠিতে মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবছরও রানিকুঠি মোড়ে কর্মসূচি পালন করলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস। জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। উপস্থিত ছিলেন টালিগঞ্জ বিধানসভার কর্মী সমর্থকরা। পতাকা উত্তোলনের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। হাজির ছিলেন সঙ্গীতশিল্পী পবনদীপ, অরুণীতা, ইমন চক্রবর্তী ও অভিনেতা অম্বরীশ।