Flood Situation: ফের ঘর ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয়, উৎসবের আবহেও অনিশ্চয়তার অন্ধকারে বহু পরিবার| Bangla News

Continues below advertisement

কারও মাটির বাড়ি কাদার তালে পরিণত হয়েছে। কারও ঘরের দেওয়ালে বিরাট ফাটল! মাথার ওপর ছাদ ভেঙে পড়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, ভগবানপুর, এগরা-সহ বন্যাবিধ্বস্ত এলাকার মানুষরা ফের ঘর ছেড়ে ত্রাণ শিবিরে যাচ্ছেন। উৎসবের আলো নয়, অনিশ্চয়তার অন্ধকার গ্রাস করেছে তাঁদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram