RG Kar Protest: স্বাস্থ্যভবনের সামনে আন্দোলনকারীদের জন্য তৈরি হল ফুড ক্যাম্প। ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চতুর্থ দিন। গতকাল নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার পরে আরও বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। রাতভর গানে, স্লোগানে মুখরিত ছিল স্বাস্থ্য ভবন সংলগ্ন এলাকা। প্রতিবাদী স্লোগানের সঙ্গে আন্দোলনকারীদের মুখে শোনা যায় ছোটদের বিভিন্ন ছড়া, কবিতাও। সেই সব ছড়া থেকেই নতুন স্লোগান তৈরি করেছেন তাঁরা। আন্দোলকারীদের সঙ্গে যোগ দেন সঙ্গীত শিল্পী লগ্নজিতাও। গতকাল রাতের পরে আজ সকালেও আন্দোলনকারীদের সমর্থনে এসেছেন প্রচুর সাধারণ মানুষ। চা, বিস্কুট ও নানান ধরনের খাবার সঙ্গে নিয়ে এসেছেন তাঁরা।

আর জি কর-কাণ্ডে এবার দিল্লি দরবারে আন্দোলনকারীরা। রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ইমেল জুনিয়র ডাক্তারদের। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও ইমেল আন্দোলনকারীদের ।'সরকারি হাসপাতালে নিরাপত্তা নেই, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব', সরকারি হাসপাতালে মহিলা কাজের পরিবেশ উদ্বেগজনক, দাবি আন্দোলনকারীদের।

চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় এবার, তৃণমূল বিধায়ক এবং আর জি কর মেডিক্য়াল কলেজেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করল CBI. গতকাল দুপুরে সিঁথির মোড়ে তাঁর বাড়িতে যান CBI-এর আধিকারিকরা। প্রায় দেড়ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ-পর্ব। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram