Riyasat Food Festival: লখনউ ঘরানার নানান পদের সম্ভার নিয়ে ফুড ফেস্টিভ্যাল রিয়াসতে
লখনউ ঘরানার নানান আমিষ, নিরামিষ পদের সম্ভার নিয়ে ফুড ফেস্টিভ্যাল শুরু হল শহরের জনপ্রিয় রেস্তোরাঁ রিয়াসতে। ১৫ দিনের এই ফুড ফেস্টিভ্যাল লখনউয়ের নানান ঐতিহ্যবাহী পদ চেখে দেখতে পারবেন খাদ্য রসিকরা।