Duttapukur Incident : দত্তপুকুরের বিস্ফোরণকাণ্ডের ভয়াবহতার কারণ অনুসন্ধানে ফের ঘটনাস্থলে ফরেন্সিক দল
Duttapukur Incident : দত্তপুকুরের বিস্ফোরণকাণ্ডের ভয়াবহতার কারণ অনুসন্ধানে ফের ঘটনাস্থলে ফরেন্সিক দল। সঙ্গে থাকছে দমকল ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, বিপুল পরিমাণ বাজি অবৈজ্ঞানিকভাবে মজুত করার জন্যই ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। যেহেতু কংক্রিটের বদ্ধ ঘরে তা রাখা ছিল, সেই কারণেই বিস্ফোরণের তীব্রতা এতটা ভয়াবহ বলে মনে করা হচ্ছে।তবে দত্তপুকুরে কী ধরনের বিস্ফোরক মজুত করা ছিল, তা সঠিকভাবে জানতে আজ ফের সেখানে যাবে ফরেন্সিক, দমকল ও বম্ব ডিসপোজাল স্কোয়াড।