Bowbazar: বউবাজারে টিভি মেকানিককে মারধরে খুন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: বউবাজারে টিভি মেকানিককে পিটিয়ে খুন, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের। বউবাজারকাণ্ডে ধৃতদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের সম্ভাবনা। মোবাইল চোর সন্দেহে খুনের ঘটনায় এখনও পর্যন্ত ধৃত ১৪। পিটিয়ে খুনের পর প্রমাণ লোপাটে ডিলিট করে দেওয়া হয় সিসি ক্যামেরা ফুটেজ।

স্বাস্থ্যসাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দফতরের। ১০ দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিক্যাল অডিট। মেডিক্যাল অডিটের পর পাস হবে বিলের টাকা। যে অপারেশনের জন্য রোগী ভর্তি, শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনও সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার। বেশকিছু বেসরকারি হাসপাতাল বাড়তি টাকা আদায় করছিল বলে অভিযোগ। তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের।

ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্য়াহত। সাতসকালে বারুইপুর পুরসভা এলাকায় ফুটপাত থেকে দখলদার সরাতে পথে নামল পুরসভা ও বারুইপুর থানা ও বারুইপুর পুলিশ জেলা। যে সমস্ত স্থায়ী ব্যবসায়ী ফুটপাত দখল করে রেখেছেন, তাঁদের সতর্ক করার পাশাপাশি, চলার পথ দখলমুক্ত করা হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram