Book Release:কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে বই সেন্ট্রাল এক্সসাইজ ও কাস্টমসের প্রাক্তন চেয়ারম্যান সুমিত দত্ত মজুমদারের | ABP Ananda LIVE
Continues below advertisement
কর্মজীবনের অভিজ্ঞতাকে বইয়ে তুলে ধরেছেন সেন্ট্রাল এক্সসাইজ ও কাস্টমসের প্রাক্তন চেয়ারম্যান সুমিত দত্ত মজুমদার। কলকাতা বইমেলায় প্রকাশ পেয়েছে তাঁর বই 'জনপথ থেকে রাজপথ স্মৃতিচারণ'। সেন্ট্রাল রেভিনিউ অফিসার হিসেবে কাজের পাশাপাশি দেশ-বিদেশের রাজনীতিকদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা বইয়ে তুলে ধরেছেন তিনি।
Continues below advertisement