Basudeb Acharia: প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া | ABP Ananda Live
Basudeb Acharia: প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। বয়স হয়েছিল ৮১ বছর। বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন বাম নেতা। সোমবার হায়দরাবাদের বেসরকারি হাসপাতালে জীবনাবসান ঘটে বাঁকুড়ার ৯ বারের সিপিএম সাংসদের।