West Bengal: এগরা থেকে বজবজ, মাত্র ছদিনের মধ্য়ে, রাজ্য়ে বিস্ফোরণে প্রাণ গেল চোদ্দজনের
West Bengal: এগরা থেকে বজবজ। মাত্র ছদিনের মধ্য়ে, রাজ্য়ে বিস্ফোরণে প্রাণ গেল চোদ্দজনের। তার মধ্য়েই বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূমের দুবরাজপুর। এগরায় ফের উদ্ধার হল বিস্ফোরক। একের পর এক এসব ঘটনা নিয়ে, চড়া সুরে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।