Fraud Case: ঋণের ফাঁদে পা দিয়েই ১০ লক্ষ টাকা খোয়ালেন প্রাক্তন সিপিএম কাউন্সিলর! ABP Ananda Live
West Bengal News: প্রিন্টিং ব্য়বসা চালানোর জন্য় ঋণ নেওয়ার কথা ভাবছিলেন। সেই ঋণের ফাঁদে পা দিয়েই ১০ লক্ষ টাকা খোয়ালেন প্রাক্তন সিপিএম কাউন্সিলর চয়ন ভট্টাচার্য।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ দেওয়ার নাম করে, প্রাক্তন কাউন্সিলরের থেকে টাকা হাতিয়ে নেওয়ার নেপথ্য়ে জামতাড়া গ্য়াং রয়েছে বলে মনে করছে পুলিশ। প্রাক্তন সিপিএম কাউন্সিলর চয়ন ভট্টাচার্যর দাবি, ১৩ জুন সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণের বিজ্ঞাপন দেখে সেখানে নিজের বেশ কিছু তথ্য় আপলোড করেন।
প্রাক্তন সিপিএম কাউন্সিলরের অভিযোগ, এরপর বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া শুরু হয় এবং এভাবেই চয়নের কাছ থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। ১৪ জুলাই বিষয়টি নিয়ে FIR করেছেন চয়ন ভট্টাচার্য। তার ভিত্তিতে তদন্তে নেমেছে বাঁশদ্রোণী থানা এবং লালবাজারের সাইবার বিভাগ। প্রাথমিকভাবে তাদের অনুমান, এর নেপথ্য়ে রয়েছে জামতাড়া গ্য়াং।