Adhar Card Scam: আধার এনাবলড পেমেন্ট সিস্টেম বা AEPS-এর মাধ্যমে প্রতারণার অভিযোগ | ABP Ananda LIVE
Adhar Card Scam: আধার এনাবলড পেমেন্ট সিস্টেম বা AEPS-এর মাধ্যমে প্রতারণার অভিযোগ পঞ্চসায়রের বাসিন্দার। কোনও OTP বা CVV নম্বর ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ। ব্যাঙ্ক, পঞ্চসায়র থানা এবং লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ করেছেন ওই ব্যক্তি।