Fraud : পুলিশ পরিচয়ে বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, শিলিগুড়িতে গ্রেফতার ৩।Bangla News
পুলিশ পরিচয়ে বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। শিলিগুড়ির বাঘাযতীন কলোনি থেকে গ্রেফতার ৩, আটক ১৮। ধৃতদের ৩ জনই প্রতারণা চক্রের পাণ্ডা। বাকি ১৮ জন প্রতারণা চক্রের শিকার। পুলিশ সূত্রে খবর, গতকাল বাঘাযতীন কলোনির মাঠে পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ চলছিল। দেখে সন্দেহ হয় এক পুলিশ কর্মীর। প্রধাননগর থানায় খবর দিলে পুলিশ এসে সন্দেহভাজনদের আটক করে। ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় ২১ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পোশাক, টুপি ও বেল্ট।
Tags :
Arrest Police Fraud ABPAnanda #ABPAnandaLive Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর