Bhupatinagar Fresh Tension:বিজেপি বিধায়কের অফিসে পুলিশি অভিযান ঘিরে ফের উত্তেজনা ভূপতিনগরে।ABP Ananda LIVE
এনআইএ-র ওপর হামলার পর, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নতুন করে উত্তেজনা। এবার বিজেপি বিধায়কের অফিসে পুলিশি অভিযান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গতকাল রাত পৌনে ৯টা নাগাদ ভূপতিনগর থানার ওসি-র নেতৃত্বে ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে পুলিশ। বিধায়কের অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁর অফিসে ঢুকে বিজেপি কর্মীদের হেনস্থা করে। যদিও পুলিশের দাবি, পুরনো মামলায় একজনকে গ্রেফতারের পর তিনি পুলিশের বাইক থেকে লাফ মেরে বিধায়কের অফিসের দিকে দৌড়ন। তাঁকে ধাওয়া করে বিধায়কের অফিসে পৌঁছয় পুলিশ, এই নিয়ে বিধায়কের সঙ্গে তর্কাতর্কি হয়। এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি।
Tags :
DISTRICT Bhupatinagar Fresh Tension Police Raid In BJP MLA Office Bhagwanpur BJP MLA Office BJP Police Tussle