Gangasagar: ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম।

Continues below advertisement

ABP Ananda Live: ভয়াবহ ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম (kapilmuni ashram)। জটিল আবহাওয়া ও সমুদ্রপাড় ভাঙনের কারণে প্রাচীন এই তীর্থক্ষেত্রের স্থায়িত্ব নিয়েই তৈরি হয়েছে সংশয় (South 24 Parganas)।  ১-৫ নম্বর পর্যন্ত গঙ্গাসাগরের স্নানঘাটের রাস্তা গতকাল জলোচ্ছ্বাসে (High Tide in Gangasagar) তলিয়ে গিয়েছে। সিভিল ডিফেন্সের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। পুলিশ-প্রশাসনের তরফে মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। নিম্নচাপ ও কটালের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ায় জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে গাছ, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। সমুদ্র পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। গঙ্গাসাগরের পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে চলেছে। সাগর পাড়ে যে দোকানগুলি রয়েছে, সব বন্ধ। বেশ কিছু দোকান তুলে নেওয়া হয়েছে। দোকান সরিয়ে নেওয়ার আবেদন করছে প্রশাসন। সাগরপাড়ে যাঁদের দোকান রয়েছে, সেই দোকানোর কাঠামো ও মালপত্র সরিয়ে ফেলার আবেদন করছে প্রশাসন। সাগর ব্লক প্রশাসনের তরফ থেকে টানা মাইক-প্রচার করা হচ্ছে।  বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমেছে রাস্তায়।  কোনও পুণ্যার্থী যেন স্নানের জন্য  সাগরে না নামেন, সেই প্রচার করা হচ্ছে। ওই এলাকার সাগর টানা ফুঁসে চলেছে। ঢেউ আছড়ে পড়ছে পারে। সমুদ্রের তাণ্ডবের জন্য পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাগরের বিডিও কানাইকুমার রায় বলেন,'কটালের সময় ধস হয়েছে। প্রতিবছরই হয়, এবার একটু বেশি হয়েছে। পুণ্যার্থীদের অন্যদিকে সরানো হয়েছে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram