Gangasagar: শেষ মুহূর্তে সাগর মেলার প্রস্তুতি, নিরাপত্তা নিয়ে বিশেষ তৎপর রাজ্য প্রশাসন
ABP Ananda LIVE: শেষ মুহূর্তে সাগর মেলার (GangasagarMela) প্রস্তুতি। নজরদারি থেকে নিরাপত্তা, সবেতেই বিশেষ তৎপর রাজ্য প্রশাসন। ওয়াচ টাওয়ার, সিসিটিভি (CCTV), ড্রোনের মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি। স্নানের সময় দুর্ঘটনা রুখতে তৈরি রাখা হয়েছে সিভিল ডিফেন্স ও এনডিআরএফকে (NDRF)।