Purulia Lynching: পুরুলিয়ায় 'আক্রান্ত' উত্তরপ্রদেশের ৩ সন্ন্যাসী, শাসক-বিরোধী তরজা। ABP Ananda Live
Ganga Sagar Mela 2024: উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে গাড়ি করে গঙ্গাসাগর ( Gangasagar ) যাওয়ার পথে পুরুলিয়ার কাশীপুরে ( Purulia Kashipur ) তিন সন্ন্যাসীকে গণপিটুনির অভিযোগ উঠল। হল গাড়ি ভাঙচুরও। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কাশীপুর (Kashipur) থানার পুলিশ। গণপিটুনির অভিযোগে গ্রেফতার করা হয় ১২ জনকে। অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে আসা ওই সন্ন্যাসী কাশীপুরের গৌরাঙ্গডি গ্রামে পৌঁছে তিন নাবালিকাকে রাস্তা জিজ্ঞাসা করতেই অপহরণকারী সন্দেহে তাঁদের গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করেন গ্রামবাসীদের একাংশ। ভাঙচুর করা হয় গাড়ি। পরে স্থানীয়দের কয়েকজন আক্রান্ত সন্ন্যাসীদের উদ্ধার করেন। ঘটনাস্থনে ছুটে যান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি টেনে এনেছেন মহারাষ্ট্রের পালঘরে সন্ন্যাসী-নিগ্রহের প্রসঙ্গও। একেস হ্যান্ডলে তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় মারাত্মক ঘটনা ঘটেছে। মকর সংক্রান্তির জন্য় গঙ্গাসাগর যাচ্ছিলেন সাধুরা। পালঘরের মতোই তাঁরা গণপিটুনির শিকার হয়েছেন। তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা তাঁদের বিবস্ত্র করে মারধর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেখ শাহজাহানের মতো সন্ত্রাসবাদীরা রাষ্ট্রীয় সুরক্ষা পাচ্ছে আর সাধুরা গণপিটুনির মুখে পড়ছেন।' একই সুরে ট্যুইট করেছেন সুকান্ত মজুমদারও। ABP Ananda Live