Gangasagar Mela: সংক্রান্তির আগে সেজে উঠেছে গঙ্গাসাগরও, এসেছে কাতারে কাতারে মানুষ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: প্রয়াগে আজ থেকে শুরু মহাকুম্ভ। মকর সংক্রান্তির শাহি স্নানের আগে সঙ্গম তটে সাজো সাজো রব। সংক্রান্তির আগে সেজে উঠেছে গঙ্গাসাগরও। ডুব-সাগরে পুণ্য-ধন খুঁজতে এসেই চলেছে কাতারে কাতারে মানুষ। 

সীমান্তে লাগাতার উস্কানির মধ্য়েই এবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠাল ইউনূস সরকার

এদিকে, সীমান্তে লাগাতার উস্কানির মধ্য়েই এবার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠাল ইউনূস সরকার। যুগান্তর পত্রিকা সূত্রে খবর, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা, জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়েছেন, কোনও বিরূপ ঘটনা যাতে না ঘটে, সেই বার্তা দিতেই ভারতীয় হাই কমিশনারকে ডাকা হয়েছে। উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে, সহযোগিতার মনোভাব থাকা প্রয়োজন, বৈঠকের পর মন্তব্য় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার। 

কালনার পিঠেপুলি উৎসবে ভিড়ের চাপে আহত বেশ কয়েকজন। উপচে পড়া ভিড় সামলাতে লাঠি উঁচিয়ে তারা পুলিশের। হুড়োহুড়িতে পড়ে গিয়ে জখম বেশ কয়েকজন। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি আহত ৮ জন। কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের উদ্যোগে পিঠেপুলি উৎসব 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola