Gangasagar Mela: কিছু বিধি মেনে গঙ্গাসাগর মেলা করতে চায় রাজ্য, আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল| Bangla News
‘কিছু বিধি মেনে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) করতে চায় রাজ্য। ৭১.৮৭ শতাংশ মানুষ প্রথম ডোজ পেয়েছেন। ৪৯.৫১ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন। সাগরদ্বীপের সব বাসিন্দার টিকাকরণ (Vaccination) হয়েছে। ডায়মন্ডহারবার এলাকায় কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ৯-১৫ জানুয়ারি মেলা হবে। রাজ্য আশা করছে ৫ লক্ষ মানুষ আসবেন। ৫০ হাজার সাধু আসতে পারেন। স৩০ হাজার সাধু-সন্ত ইতিমধ্যে এসেছেন। ২ কিমি এলাকা জুড়ে এই মেলা হচ্ছে। ১০,০০০ পুলিশকর্মী থাকবেন যাঁদের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে। ৫,০০০ স্বেচ্ছাসেবক থাকবেন যাদের সম্পূর্ণ টিকাকরণ হয়েছে। মন্দির থেকে ২৫০ মিটারে হাসপাতাল আছে। কিছু দূরে আরও একটি হাসপাতাল আছে। ২৩৫ টি শয্যা নিয়ে সেফ হাউস তৈরি করা হয়েছে। কোভিড হসপিটাল তৈরি আছে। মেডিক্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে। থার্মাল গান থাকছে। আরটিপিসিআর এবং Rapid অ্যান্টিজেন টেস্ট হবে। সবরকম সুবিধাযুক্ত ১০২টি অ্যাম্বুল্যান্স থাকবে। ৭৫টি বাড়তি অ্যাম্বুল্য়ান্স থাকবে জেলাশাসকের তরফে। ই-স্নান এবং ই-দর্শনের ওপর আমরা জোর দিচ্ছি। সাধারণ মানুষকে আমরা যাওয়ার উৎসাহ দিচ্ছি না’, আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল।