Bihar: বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে হেফাজতে পেতে মরিয়া CID | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ২০২২-এর রানিগঞ্জে ডাকাতির মামলায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে সুবোধ সিং-কে। বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে হেফাজতে পেতে মরিয়া CID. নতুন ফৌজদারি আইন বদলের প্রতিবাদে সোমবার আসানসোল আদালতে কর্মবিরতির ডাক দেয় বার অ্য়াসোসিয়েশন। আইনজীবীরা না থাকায়, ওই দিন সুবোধের জেল হেফাজত হয়। আজ ওই দুষ্কৃতীকে হেফাজতে পেলে অপরাধের প্যান্ডোরা বক্স খুলতে নিয়ে যাওয়া হবে ভবানী ভবনে CID দফতরে।
সাতসকালে নিউ ব্যারাকপুরে ইডির হানা। অর্থলগ্নি সংস্থা সাহারার প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি। কলকাতা ছাড়াও মুম্বই, দিল্লি, লখনউতেও চলছে তল্লাশি। অর্থলগ্নি সংস্থা সাহারার আর্থিক অনিয়মের মামলায় দেশজুড়ে ED-র হানা। মুম্বই, দিল্লি, লখনউয়ের পাশাপাশি, এই রাজ্যেও চলছে তল্লাশি। সকাল ৭টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিউ ব্যারাকপুরের সারদা অ্য়াপার্টমেন্টে হানা দেয় ED-র ৫ সদস্যের দল। অর্থলগ্নি সাহারা গ্রুপের প্রাক্তন কর্মী রঞ্জিত ঘোষের ফ্ল্যাটে তল্লাশি চলে। ED সূত্রে খবর, অর্থলগ্নি সংস্থা সাহারার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে নেমে ২০১৫ সালে কম্পিউটার সার্ভার বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া ডেটা ডি-কোড করে আজ দেশের চার জায়গায় তল্লাশি চালাচ্ছে ED.
২০২২-এর রানিগঞ্জে ডাকাতির মামলায় আজ ফের আসানসোল আদালতে তোলা হবে সুবোধ সিং-কে। বিহারের কুখ্যাত গ্যাংস্টারকে হেফাজতে পেতে মরিয়া CID. নতুন ফৌজদারি আইন বদলের প্রতিবাদে সোমবার আসানসোল আদালতে কর্মবিরতির ডাক দেয় বার অ্য়াসোসিয়েশন। আইনজীবীরা না থাকায়, ওই দিন সুবোধের জেল হেফাজত হয়। আজ ওই দুষ্কৃতীকে হেফাজতে পেলে অপরাধের প্যান্ডোরা বক্স খুলতে নিয়ে যাওয়া হবে ভবানী ভবনে CID দফতরে।