Garden Reach Incident:গার্ডেনরিচ বহুতল-বিপর্যয় মৃত বেড়ে ১২,এসএসকেএমে মারিয়াম বিবি নামে আহতের মৃত্যু
ABP Ananda LIVE: গার্ডেনরিচ বহুতল-বিপর্যয় (Garden Incident), মৃত বেড়ে ১২। এসএসকেএমে(SSKM)মারিয়াম বিবি নামে আহতের মৃত্যু। গুরুতর আহত অবস্থায় ২০ মার্চ আনা হয় এসএসকেএমে। স্থানীয় একটি নার্সিংহোম থেকে আনা হয় এসএসকেএমে। এসএসকেএমে আরও ৩জন ভর্তি, একজন সঙ্কটজনক।